Followers me

Saturday 5 March 2022

Higher education bengali questions answwe . উচ্চমাধ্যমিক বাংলা – কে বাঁচায় কে বাঁচে ! (গল্প) মানিক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ও উত্তর HS Bengali Question and Answer .

 

উচ্চমাধ্যমিক বাংলা – কে বাঁচায় কে বাঁচে ! (গল্প) মানিক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ও উত্তর 

 HS Bengali Question and Answer .


 

এক ধরনের টনিক 

(B) ভাতের ফ্যান 

(C) ফলের সরবত 

(D) সুস্বাদু খাবার ।

Ans: (B) ভাতের ফ্যান

  1. ফুটপাতে ব্যক্তিটির মৃত্যুর কারণ – 

(A) রোগ 

(B) দুর্ঘটনা 

(C) খাদ্যে বিক্রিয়া 

(D) অনাহার ।

Ans: (D) অনাহার 

  1. সেদিন কোথায় যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখে ? 

(A) বাজার 

(B) নিখিলের বাড়ি 

(C) অফিস 

(D) বাড়ি ফেরার পথে ।

Ans: (C) অফিস 

  1. “ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না” – কার প্রয়োজন হয় না ? 

(A) নিখিল 

(B) টুনুর মা 

(C) মৃত্যুঞ্জয়ের 

(D) টুণুর ।

Ans: (C) মৃত্যুঞ্জয়ের ।

  1. মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে – 

(A) দশ জন লোক 

(B) পাঁচ জন লোক 

(C) সাতজন লোক 

(D) ন জন লোক ।

Ans: (D) ন জন লোক 

  1. মৃত্যুঞ্জয়ের প্রকৃত বন্ধু হল – 

(A) কৈলাস 

(B) মানিক 

(C) নিখিল 

(D) সুব্রত ।

Ans: (C) নিখিল 

  1. মৃত্যুঞ্জয় অফিসে ঠিকমতো না এসে কোথায় যায় – 

(A) বাজারে 

(B) আত্মীয়ের বাড়িতে 

(C) নিজের বাড়িতে 



  1. মৃত্যুঞ্জয় অফিসে ঠিকমতো না এসে কোথায় যায় – 

(A) বাজারে 

(B) আত্মীয়ের বাড়িতে 

(C) নিজের বাড়িতে 

(D) শহরের ফুটপাতে ঘুরে বেড়ায় ।

Ans: (D) শহরের ফুটপাতে ঘুরে বেড়ায় 

  1. নিখিল অবসর জীবন কিভাবে কাটাতে চায় ?

(A) দুস্থ মানুষের সেবা করে 

(B) দেশ বিদেশ ভ্রমন করে 

(C) গান শুনে ও নাটক দেখে 

(D) বই পড়ে আর চিন্তা জগৎ গড়ে তুলে ।

Ans: (D) বই পড়ে আর চিন্তা জগৎ গড়ে তুলে ।

  1. নিখিল কার কাছে মাঝে মধ্যেই কাবু হয়ে যায় ? 

(A) মৃত্যুঞ্জয়ের কাছে 

(B) অফিসের অন্যান্যের কাছে 

(C) তার স্ত্রীর কাছে 

(D) অফিসের বড় বাবুর কাছে ।

Ans: (A) মৃত্যুঞ্জয়ের কাছে ।

  1. নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু – 

(A) আলোসে প্রকৃতির লোক 

(B) সাহসী প্রকৃতির লোক 

(C) ভীরু প্রকৃতির লোক 

(D) চালক প্রকৃতির লোক ।

Ans: (A) আলসে প্রকৃতির লোক 

  1. মৃত্যুঞ্জয় ধূর্লিমলিন সিল্কের জমা এখন – 

(A) পরিচ্ছন্ন হয়েছে 

(B) ছিঁড়ে গেছে 

(C) অদৃশ্য হয়েছে 

(D) নতুন হয়েছে ।

Ans: (C) অদৃশ্য হয়েছে 

  1. “কয়েক মিনিট মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল” কারণ – 

(A) অফিসে কাজের প্রবল চাপ ছিল 

(B) প্রচণ্ড গরমের মধ্যে হেঁটে সে অফিসে এসেছিল 

(C) প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল 

(D) বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্চিল ।

Ans: (C) প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল 

  1. মৃত্যুঞ্জয়ের প্রতি নজর রাখার জন্য কার কাছে কাতর অনুরোধ করেন ? 

No comments:

Post a Comment