Followers me

Saturday 5 March 2022

MCQ প্রশ্নোত্তর সঠিক উত্তরটি নির্বাচন করো | উচ্চমাধ্যমিক বাংলা – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী প্রশ্ন ও উত্তর | HS Bengali Question and Answer :

 

MCQ প্রশ্নোত্তর সঠিক উত্তরটি নির্বাচন করো | উচ্চমাধ্যমিক বাংলা – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী প্রশ্ন ও উত্তর | HS Bengali Question and Answer :


অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক বাংলা – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী প্রশ্ন ও উত্তর | HS Bengali Question and Answer :

  1. ” তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে । ” কেন ছেলেগুলি অস্বস্তিতে পড়েছিল ?

Ans: ঝড়ে – জলে উচ্ছবের সর্বনাশ হয়েছে , তার মানুষও ভেসে গেছে , সেজন্য সে কাদছে । কান্নার এই কারণ শুনে তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে । 

  1. “ শ্বশুরের ঘরে নাস ” – নার্স কাকে বলে ? 

Ans: বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত রোগীর সেবিকাকে নার্স বলে । 

  1. গরিবের গতর এরা শস্তা দেখে ” – কে , কাকে , কাদের প্রসঙ্গে এই কথা বলেছিল ?

Ans: মহাশ্বেতা দেবীর ‘ ভাত ‘ গল্পের বাসিনী উচ্ছবকে বড়ো বাড়ির মানুষজনদের সম্বন্ধে এই কথা বলেছিল ।

  1. “ তার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হত ” – কার জন্যে , কে শরবত করে দিতেন ?

Ans: ‘ ভাত ‘ গল্পে বড়ো বাড়ির বড়ো বউ শ্বশুরমশাইয়ের জন্য শরবত করে দিতেন ।

  1. “ বাদায় থাকে অথচ ভাতের আহিংকে এতখানি ” – ‘ আহিংকে ‘ শব্দের অর্থ কী ? 

Ans: এখানে ‘ আহিংকে ‘ শব্দের অর্থ হলো ‘ আকাঙ্ক্ষা ‘ ।

  1. উচ্ছবকে জেলখানায় কেন নিয়ে যাওয়া হয়েছিল ?

Ans: উচ্ছব ভাত খাওয়ার জন্যে বড়ো বাড়ির ভাতসুদ্ধ পিতলের ডেকচি নিয়ে স্টেশনে চলে গিয়েছিল । তাতে লোকেরা উচ্ছবকে চুরির অপবাদ দিয়ে জেলে নিয়ে গিয়েছিল ।

  1. “ লোকটার চাহনি বড়ো বাড়ির বড়ো বউয়ের প্রথম থেকেই ভাল লাগেনি ” — ভালো না লাগার কারণ কী ? 

Ans: লোকটার চাহনি খুব উগ্র ছিল বলে বড়ো বাড়ির বড়ো বউয়ের ভালো লাগেনি ।

  1. “ তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা ” কথাটি যিনি যাঁকে বলেছেন উভয়ের মধ্যে সম্পর্ক কী ? 

Ans: কথাটি যিনি যাঁকে বলেছেন উভয়ের মধ্যে পিসিশাশুড়ির ও ভাইপো – বৌ সম্পর্ক । 

  1. “ তোমরা রা কাড়না ক্যান ” – কে , কাদের উদ্দেশে এই কথা বলেছিল ?

Ans: আলোচ্য কথাটি উচ্ছব তার স্ত্রী – সন্তানদের উদ্দেশে বলেছিল । 

  1. তান্ত্রিকের হোম – যজ্ঞ প্রস্তুতির বর্ণনা দাও ।

Ans: পাঁচ প্রকার গাছের কাঠ— প্রতিটা আধমণ করে । কালো বিড়ালের লোম , শ্মশান থেকে বালি , বেশ্যার ঘর থেকে আনতে হবে হাত – আর্শি ।

  1. “ চোেখ ঠিকরে আসে তার ” — কী দেখে , কার চোেখ ঠিকরে আসে ? 

Ans: পাঁচ রকমের চাল দেখে উচ্ছবের চোেখ ঠিকরে আসে । 

Hs Bengali common questions answer 2022 . High school questions o 2022 . উচ্চমাধ্যমিক বাংলা – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী . MCQ প্রশ্নোত্তর সঠিক উত্তরটি নির্বাচন করো | উচ্চমাধ্যমিক বাংলা – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী প্রশ্ন ও উত্তর | HS Bengali Question and Answer :

 উচ্চমাধ্যমিক বাংলা – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী . 

MCQ প্রশ্নোত্তর সঠিক উত্তরটি নির্বাচন করো | উচ্চমাধ্যমিক বাংলা – ভাত (গল্প) মহাশ্বেতা দেবী প্রশ্ন ও উত্তর | HS Bengali Question and Answer :




Bengali Question and Answer :

  1. “উনি আমার দেবতা” – উনিটা কে ?

(A) বাবু 

(B) শিবঠাকুর 

(C) বামুন 

(D) উচ্ছব ।

Ans: B শিবঠাকুর 

  1. শশুর খেতে আসার কতক্ষন আগে বড় বউকে লুচি করতে হত ?

(A) পাঁচ মিনিট 

(B) দশ মিনিট 

(C) দু মিনিট 

(D) এক ঘন্টা ।

Ans: D একঘন্টা 

  1. ছোট বাবু কোন চালের ভাত খান ?

(A) কনকপানি 

(B) ঝিঙ্গেসাল 

(C) রামশাল 

(D) পদ্মজালি ।

Ans: D. পদ্মজালি 

  1. উচ্ছব বাসিনীর গা সম্পর্কে কে হয় ?

(A) দাদা 

(B) কাকা 

(C) বোনাই 

(D) বেহাই ।

Ans: A. দাদা 

  1. ‘ কনকপানি চালের ভাত খান – 

(A) বড়বাবু 

(B) মেজবাবু 

(C) ছোটবাবু 

(D) পিসিমা ।

Ans: A. বড়বাবু 

  1. ট্রেন ধরে উচ্ছব প্রথমে কোথায় যাবে ভেবেছিল ?

(A) দেশে 

(B) কালীঘাটে 

(C) গায়ে 

(D) ক্যানিং – এ 

Ans: D. ক্যানিং – এ 

  1. কার চাহনি বড় ভাইয়ের ভালো
  1. কার চাহনি বড় ভাইয়ের ভালো লাগেনি ?

(A) উচ্ছবের 

(B) নার্সের 

(C) তান্ত্রিকের 

(D) সসুরের ।

Ans: (A) উচ্ছবের 

  1. ভাত গল্পে কার বিয়ে হয়নি ?

(A) উদ্ধবের 

(B) উচ্ছবের 

(C) ছোট ছেলের 

(D) পিসিমার ।

Ans: D. পিসিমার 

  1. ” ডাক্তার বলে দিয়েছে বলেই যজ্ঞ – হোম হচ্ছে – ডাক্তার কী বলেছিলেন ?

(A) যজ্ঞ করতে 

(B) চন্দ্রায়ন করতে 

(C) তান্ত্রিক ডাকতে 

(D) মৃত্যু আসন্ন ।

Ans: D. মৃত্যু আসন্ন 

  1. ” এ বাড়িতে চাকরি করা হয়ে ওঠেনি । ” কারণ – 

(A) তারা ঘর জামাই থাকে 

(B) তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না 

(C) তারা অসুস্থ 

(D) তারা বাড়ির কাজে ব্যাস্ত ।

Ans: B. তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না 

  1. কর্তার মৃত্যু হলে পিসিমা তান্ত্রিককে কী অপবাদ দিয়েছিলেন ?

(A) পিশাচ 

(B) ভন্ড সন্ন্যাসী 

(C) ডাকাতের সন্ন্যাসী 

(D) যজ্ঞের ।

Ans: C. ডাকাতের সন্ন্যাসী ।

  1. গ্রামের শ্রদ্ধার জন্যে কাকে ডাকা হতো ?

(A) উচ্ছবকে 

(B) অগ্রদানিকে 

(C) পণ্ডিতকে 

(D) মহানাম শতপথিকে ।

Ans: D. মহানাম শতপথিকে ।

  1. ” এ পিশাচের বাড়ি কেমন তা ঝোননি দাদা ” – এখানে দাদা কে ?

(A) ডাক্তার 



Hs Bengali quische answer . Bengali answer questions . Banla hs answer questions . Bengali hs High school quistion answer 2022 .

 

Hs Bengali quische answer . Bengali answer questions . Banla hs answer questions . Bengali hs High school quistion answer 2022 .


3.“ নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই । ” – কীসের দর্শন ? 

উত্তর : দুর্ভিক্ষের পটভূমিতে মৃত্যুঞ্জয়ের ফুটপাথে অনাহার- মৃত্যুর দর্শনের কথা এখানে বলা হয়েছে । 

  1. “ নিখিলকে বার বার আসতে হয় । ” – নিখিলকে কোথায় , কেন বারবার আসতে হয় 

? 

উত্তর: পথে পথে ঘুরে বেড়ানো বন্ধু মৃত্যুঞ্জয়ের বাড়ির লোকেদের খোঁজ খবর নিতে নিখিলকে মৃত্যুঞ্জয়ের বাড়িতে বারবার আসতে হয় । 

  1. “ একেবারে মুষরে যাচ্ছেন দিনকে দিন । ” – উক্তিটি কার ?

উত্তর : ‘ কে বাঁচায় , কে বাঁচে ‘ গল্পে প্রশ্নোধৃত এই উক্তিটি মৃত্যুঞ্জয়ের স্ত্রীর ।

  1. কে হল হে তোমার ? ” – কে , কাকে এ কথা বলেছিল ?

উত্তর : কে বাঁচায় , কে বাঁচে ’ গল্পে মৃত্যুঞ্জয়ের বমি করা ও শরীর খারাপ দেখে সহকর্মী নিখিল তাকে এ কথা বলেছিল । 

  1. “ শত ধিক্ আমাকে । ” – কে , কেন নিজেকে ধিক্কার দিয়েছিল ?

উত্তর: মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্কার দিয়েছিল কারণ দেশের লোকের অনাহার জনিত মৃত্যুর কথা জেনে শুনেও সে চারবেলা পেট পুরে খেয়েছে । 

  1. ‘ কে বাঁচায় , কে বাঁচে ‘ গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয় ?

উত্তর : ‘ কে বাঁচায় , কে বাঁচে ’ গল্পটি প্রথম সারদাকুমার দাস সম্পাদিত ‘ ভৈরব ’ পত্রিকার প্রথম শারদ সংখ্যায় ১৩৫০ বঙ্গাব্দে প্রকাশিত হয় ।

  1. আনমনে অর্ধ – ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয় । ” – আর্তনাদটা কী ছিল ?

উত্তর: আর্তনাদটা ছিল— “ মরে গেল । না খেয়ে মরে গেল । ” 

10.“ সকলে এক কথাই বলে । ” কী কথা বলে ?

উত্তর: সকল দুর্ভিক্ষ পীড়িতই বলে , ‘ গা থেকে এইছি । খেতে পাইনে বাবা । আমায় খেতে দাও ।

  1. “ এ অপরাধের প্রায়শ্চিত্ত কি ? ” অপরাধটা কী ?

উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ‘ কে বাঁচায় , কে বাঁচে ! ‘ গল্পে দেখা যায় , মানুষ অনাহারে ভুগছে আর মৃত্যুঞ্জয় এই দুরবস্থার সময়েও চারবেলা পেটভরে খেয়েছে । সে এটাকেই অপরাধ বলে গণ্য করেছে ।

  1. “ মরে গেল ! না খেয়ে মরে গেল ” — কার উক্তি এবং কে মরে গেল ? 

উত্তর: উক্তিটি মৃত্যুঞ্জয়ের । একজন ফুটপাথবাসী বুভুক্ষু মানুষ অনাহারে মরে গেল । 

  1. “ তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে ” – সে কাবু হয়ে পড়েছিল কেন ?

উত্তর: পঞ্চাশের দুর্ভিক্ষের দিনে অফিসকর্মী মৃত্যুঞ্জয় প্রথম পথে এক অনাহারে মৃত্যুর দৃশ্য দেখে মানসিক আঘাত পেয়ে কাবু হয়ে পড়েছিল । 

  1. টুনুর মা বিছানায় পড়ে থেকে বাড়ির লোকদের কীভাবে মৃত্যুঞ্জয়ের খোঁজ নিতে পাঠান ? 

উত্তর: টুনুর মা বিছানায় পড়ে থেকে 

Higher education bengali questions answwe . উচ্চমাধ্যমিক বাংলা – কে বাঁচায় কে বাঁচে ! (গল্প) মানিক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ও উত্তর HS Bengali Question and Answer .

 

উচ্চমাধ্যমিক বাংলা – কে বাঁচায় কে বাঁচে ! (গল্প) মানিক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ও উত্তর 

 HS Bengali Question and Answer .


 

এক ধরনের টনিক 

(B) ভাতের ফ্যান 

(C) ফলের সরবত 

(D) সুস্বাদু খাবার ।

Ans: (B) ভাতের ফ্যান

  1. ফুটপাতে ব্যক্তিটির মৃত্যুর কারণ – 

(A) রোগ 

(B) দুর্ঘটনা 

(C) খাদ্যে বিক্রিয়া 

(D) অনাহার ।

Ans: (D) অনাহার 

  1. সেদিন কোথায় যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখে ? 

(A) বাজার 

(B) নিখিলের বাড়ি 

(C) অফিস 

(D) বাড়ি ফেরার পথে ।

Ans: (C) অফিস 

  1. “ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না” – কার প্রয়োজন হয় না ? 

(A) নিখিল 

(B) টুনুর মা 

(C) মৃত্যুঞ্জয়ের 

(D) টুণুর ।

Ans: (C) মৃত্যুঞ্জয়ের ।

  1. মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে – 

(A) দশ জন লোক 

(B) পাঁচ জন লোক 

(C) সাতজন লোক 

(D) ন জন লোক ।

Ans: (D) ন জন লোক 

  1. মৃত্যুঞ্জয়ের প্রকৃত বন্ধু হল – 

(A) কৈলাস 

(B) মানিক 

(C) নিখিল 

(D) সুব্রত ।

Ans: (C) নিখিল 

  1. মৃত্যুঞ্জয় অফিসে ঠিকমতো না এসে কোথায় যায় – 

(A) বাজারে 

(B) আত্মীয়ের বাড়িতে 

(C) নিজের বাড়িতে 



  1. মৃত্যুঞ্জয় অফিসে ঠিকমতো না এসে কোথায় যায় – 

(A) বাজারে 

(B) আত্মীয়ের বাড়িতে 

(C) নিজের বাড়িতে 

(D) শহরের ফুটপাতে ঘুরে বেড়ায় ।

Ans: (D) শহরের ফুটপাতে ঘুরে বেড়ায় 

  1. নিখিল অবসর জীবন কিভাবে কাটাতে চায় ?

(A) দুস্থ মানুষের সেবা করে 

(B) দেশ বিদেশ ভ্রমন করে 

(C) গান শুনে ও নাটক দেখে 

(D) বই পড়ে আর চিন্তা জগৎ গড়ে তুলে ।

Ans: (D) বই পড়ে আর চিন্তা জগৎ গড়ে তুলে ।

  1. নিখিল কার কাছে মাঝে মধ্যেই কাবু হয়ে যায় ? 

(A) মৃত্যুঞ্জয়ের কাছে 

(B) অফিসের অন্যান্যের কাছে 

(C) তার স্ত্রীর কাছে 

(D) অফিসের বড় বাবুর কাছে ।

Ans: (A) মৃত্যুঞ্জয়ের কাছে ।

  1. নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু – 

(A) আলোসে প্রকৃতির লোক 

(B) সাহসী প্রকৃতির লোক 

(C) ভীরু প্রকৃতির লোক 

(D) চালক প্রকৃতির লোক ।

Ans: (A) আলসে প্রকৃতির লোক 

  1. মৃত্যুঞ্জয় ধূর্লিমলিন সিল্কের জমা এখন – 

(A) পরিচ্ছন্ন হয়েছে 

(B) ছিঁড়ে গেছে 

(C) অদৃশ্য হয়েছে 

(D) নতুন হয়েছে ।

Ans: (C) অদৃশ্য হয়েছে 

  1. “কয়েক মিনিট মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল” কারণ – 

(A) অফিসে কাজের প্রবল চাপ ছিল 

(B) প্রচণ্ড গরমের মধ্যে হেঁটে সে অফিসে এসেছিল 

(C) প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল 

(D) বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্চিল ।

Ans: (C) প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল 

  1. মৃত্যুঞ্জয়ের প্রতি নজর রাখার জন্য কার কাছে কাতর অনুরোধ করেন ? 

Eagy Hdfc bank finances car lone Siliguri car lone . Siliguri bike lone . Scuty buy .Siliguri bike finances . siliguri bike lone siliguri . Siliguri sccondhand bike sell on lone

Eagy Hdfc bank finances car lone Siliguri car lone . Siliguri bike lone .  Scuty buy .Siliguri bike finances . siliguri bike lone siliguri . Siliguri sccondhand bike sell on lone . 




 

Tuesday 1 March 2022

Siliguri sheev ratei puja . Har har mohadeva . Om nomo sheevay . Siliguri West Bengal India .

Siliguri sheev ratei puja .  Har har mohadeva . Om nomo sheevay . Siliguri West Bengal India .